Sunday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ এ ০৪:০০ PM

কিভাবে যাবেন

কন্টেন্ট: পাতা

সিলেট শহর হতে প্রায় ১৫ কিঃমিঃ পশ্চিমে বিশ্বনাথ শহরের অবস্থান। বিশ্বনাথ শহরের বুক চিরে বাসিয়া নদী বয়ে চলেছে। এ শহরের বাসিয়ার উত্তরপারে উপজেলা পরিষদ অবস্থিত।

বাসযোগে যাতায়াত

সিলেট-ঢাকা মহাসড়কের (N2) রশিদপুর পয়েন্ট থেকে অটো রিক্সা/বাসযোগে ৪ কি: মি: পশ্চিমে বিশ্বনাথ সদর উপজেলায় সিলেট / ঢাকা থেকে যাতায়াত করা যায়। কদমতলী বাস টার্মিনাল থেকে নিয়মিত বাস বিশ্বনাথের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বিশ্বনাথ হয়ে যেতে হয়।

ট্রেনযোগে যাতায়াত

সিলেট রেল ষ্টেশনের পার্শ্বে কদমতলী বাস টার্মিনাল থেকে অটোরিক্সা/বাসে বিশ্বনাথ যাতায়াত করা যায়। এছাড়া, বিশ্বনাথে শুধুমাত্র খাজাঞ্চী ইউনিয়নে রেলস্টেশন আছে। সিলেট হতে ছাতক যাবার পথে এ ঐতিহাসিক রেলস্টেশন অবস্থিত।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন